অনলাইনে জুয়া চিরতরে বন্ধ করুন
রহিম ইবনে বাহাজ
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:০২ পিএম
জুয়া গোটা পৃথিবীতে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ইতোমধ্যে অনেকে নিঃস্ব হয়ে গেছে। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গরীব মধবিত্ত পরিবারগুলো দিশেহারা অবস্থা। বিভিন্ন খবরের মাধ্যমে  জানতে পারি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গৃহপালিত গরু-ছাগল ও বিক্রি করে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সমাজের এবং পরিবার এর মধ্যে মারাত্মক প্রভাব বিস্তার  করছে। যারা  বাংলাদেশ থেকে এসব ওয়েব সাইড পরিচালনা করেন,  আমরা আশা করব অচিরেই আইনের আওতায় আনা হোক। যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এ অনলাইন জুয়া বা ক্যাসিনো,  এই অনলাইন জুয়াটা আসক্ত  একবার যদি  কেউ  জুয়া খেলে।  তাকে ফিরিয়ে আনা অসম্ভব,  কারণ এখানে টাকার লোভ সামলাতে পাওে না। বেকার যুবক রা এ  খেলায় আসক্ত তাদের তো আয় রোজগারের সুযোগ নেই।  

রাত-বিরাতে  ছিনতাই,  ডাকাতি করে টাকা সংগ্রহ করার জন্য মানুষ খুন করছে। তাদের ভবিষ্যৎ যে ঘোর অমাবস্যায় আবদ্ধ আজ ঝকঝকে তকতকে পরিস্কার। ইদানীং আরেক বিষয় চোখে পড়ে মোবাইলে লুড়ু খেলা এখানেও কিন্তু জুয়ার আসর বসে,  ৫২ তাসের ৫৩ খেলা চিরসত্য বাণী হচ্ছে তাসের ঘর ক্ষণস্থায়ী চিরকাল ধ্বংস বা বরবাদ  সবকিছুই ফলাফল শূন্য। রম্য কথাসাহিত্যিক শফিক হাসান বলেছেন; বাঙালি সোজা পথে হাঁটতে চায়না বাঁকা পথেই চলতে পছন্দ করে, গ্রামীণ একটা প্রবাদ আছে; শাক দিয়ে ভাত খাব সোজা পথ ধরে হেঁটে যাব, কিন্তু আফসোস বাঙালি আজকাল মন্দ পথে চলছে, জুয়া খেলা লোকসান বা ক্ষতি এটা বুঝেও খেলত বাধ্য হচ্ছে। কারণ এই অনলাইন জুয়া এমন কিছু কৌশল অবলম্বন করেছেন আপনাকে  আকৃষ্ট করেই ছাড়বে।

অনলাইন জুয়ায় বাজি ধরা সমাজ অবক্ষয়  হচ্ছে এসব দেখভাল কে করবে। শুধু কি প্রশাসনের ভূমিকা বড় করে দেখছেন। বিষয়টা কিন্তু ভুল; আপনি জেনে বুঝে বিপদগামী পথে যাত্রা করছেন। প্রশাসন কি আপনাকে পাহারা দিবে?  না,  বাংলাদেশে যাঁরা এসব অ্যাপস বা সাইড পরিচালনা করেন তাদেরকে আইনের আওতায় আনা জরুরি। কয়েক দিন আগেই সংবাদে শুনলাম সরকার ইতোমধ্যে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসন  কাজ শুরু করছে, আসলে কতটুকু  কাজ করছে  তা আমার জানা নেই।

অনলাইন ক্যাসিনো ভয়াবহ অবস্থা বিরাজমান। আজকাল মোটামুটি সবার হাতেই দামি ফোন। ফেসবুক আইডি ব্যবহার করেন প্রায় সবাই। সকলেই অবগত আছেন এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার হচ্ছে। প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, যারা এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার প্রচারণা করছেন আমাদের প্রশাসন কি দেখে না, তারা কি কঠিন প্রদক্ষেপ নিতে পারে না,  এমন প্রশ্ন করতেই পারি?  বাংলাদেশ প্রযুক্তির ব্যবহার  যতদিন থেকে অগ্রসর হচ্ছে  সুফল পাচ্ছি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রযুক্তি অপব্যবহার ক্রমশ বাড়ছেই। এমনিতেই বাঙালি হুজুগের ব্যাপারে খুব পারদর্শী; তার সাথে যদি আরও বেশি এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করেন তো ক্ষতিটা দিন শেষে আমাদেরই হচ্ছে। অনলাইন জুয়া পাতানো  ফাঁদ রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে পরিবারে যে অশান্তি এনে দিচ্ছে তা জাতীয় সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করলেও যারা এ নেশায় আসক্ত তারা বুঝছে না। লেখার ইতি টানব। পরিশেষে করজোড়ে অনুরোধ করছি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেও প্রতি- বাংলাদেশের অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিন। অনলাইন জুয়ার চিরতরে বন্ধ করুন। 


রহিম ইবনে বাহাজ: কবি ও কলাম লেখক।

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
মধুখালীর বিভিন্ন জলাশয়ে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft