গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:৩৭ পিএম
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে ৪০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করেন গাজীপুর সদর থানা বিএনপি নেতা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-আমিন হোসেন।

আজ বুধবার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ‘পরিবেশ বাঁচান, গাছ লাগান’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. মশিরুল হক কায়ছার মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কয়ের উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মো. ইউসুফ সিকদার, বাড়িয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিদ ভূঁইয়া, যুবদল নেতা হাফিজুল ইসলাম বুলবুল এবং বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আল-আমিন হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সদস্য মো. খোরশেদ আলম মোল্লা, জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মো. দেলোয়ার হোসেন, মো. জামান মিয়া, জিয়াউর রহমান, আলিফ পারভেজ, রনি ভূইয়া, তুষার, নাঈম, শাহাদাত, মোবারক এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী সাব্বির আহমেদ, মিরাজ প্রমুখ।

ওই সময় বক্তারা বলেন, এই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি কেবল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft