প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:০৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা পৌর ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার সকালে বিএনপি কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমানের মেদাকুলস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন- বরিশাল জেলা বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনে আরা বেবি, বাটাজোর ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বাবুল, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মো. আলাউদ্দিন, মো. নাসির সরদার, মো. আবু বকর, দুলাল আকন, আমজাদ হোসেন ঝিন্টু, মশিউর রহমান লিটন, জেলা যুবদল নেতা মাসুদ হাসান মিঠু, এম, এ গফুর, মো. মাসুম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাসেল হাওলাদার, কলেজ ছাত্রদল নেতা মো. আলী আকবর প্রমুখ।
আগামী ১ লা সেপ্টেম্বর গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ সফল করার লক্ষ্যে নানা ধরনের কর্মসূতী গ্রহণ করা হবে বলে জানানো হয়।
আজকালের খবর/ওআর