সোমবার ১৪ জুলাই ২০২৫
১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অধিনায়ক বাভুমা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:৪৮ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াইশ’র বেশি লক্ষ্য তাড়ায় তিনটি টেস্টে জয়ের কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার। এমনকি চারশ’র বেশি রান তাড়ায়ও তারা অজি ভূমি থেকে জিতে ফিরেছিল। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মেগা ইভেন্টে শঙ্কা ছিল প্রোটিয়াদের নিয়ে, কারণ এমন হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ ফসকানোর নজির আছে তাদের। এবার সেই আক্ষেপ ঘুচলেন টেম্বা বাভুমা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি নিজেও ১০৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন।

ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে গতকাল অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। যা ২৭ বছর পর বৈশ্বিক ইভেন্টে তাদের সর্বোচ্চ অর্জন। এমনকি নির্দিষ্ট ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাও। অজিদের বিপক্ষে এমন ইতিহাসগড়া ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাভুমাও ব্যক্তিগত কীর্তি গড়েছেন। 

এখন পর্যন্ত ১০টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন টেম্বা বাভুমা। যেখানে তিনি ৯টি ম্যাচেই জিতেছেন, বাকি আরেক ম্যাচ ড্র হয়েছে। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা। ১০ টেস্টে অপরাজেয় থাকার এই রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ১৯২০-২১ সালে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ টেস্টে ড্র করেছিলেন। এ ছাড়া প্রায় একই সময়ে ইংল্যান্ডের অধিনায়ক পার্সি চাপম্যান প্রথম ১০ টেস্টে বাভুমার সমান ৯ জয় পেলেও হার দেখেছেন একটিতে।
পার্সি চ্যাপম্যানের পর বাভুমা টেস্ট ক্রিকেটে নয়টি জয় অর্জনকারী দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হয়েছেন। তবে ১০ টেস্টে ৯ জয়ের সঙ্গে অপরাজেয় থাকার রেকর্ডটি একমাত্র বাভুমার দখলেই আছে। পাশাপাশি তিনি ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক যিনি ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরও রয়েছেন অপরাজিত। এ ছাড়া অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের মধ্যে ৮টি করে জয়ের রেকর্ড আছে আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

যেসব রেকর্ড হলো দক্ষিণ আফ্রিকার



২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত তারা দ্বিতীয় সর্বোচ্চ টানা ৮ টেস্টে জিতেছে। এর আগে তারা টানা ৯ টেস্টে জয়ের রেকর্ড গড়েছিল ২০০২ সালের মার্চ থেকে মে ২০০৩ সালের ভেতর।

২৮২

লর্ডসে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জিতল দক্ষিণ আফ্রিকা। অবশ্য তাদের সমান ২৮২ রানতাড়ায় এই ভেন্যুতে ২০০৪ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৪২ রান তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল

১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফি— ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ— অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ— ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ— নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ

২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ— অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন

*এখন পর্যন্ত ৪টি আইসিসি ইভেন্টের ফাইনালে হারল অস্ট্রেলিয়ার পুরুষ দল। ১৯৭৫ ও ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ।



আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
পিসিসিপি’র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন ও আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft