বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ এএম
কাতারের দোহায় আয়োজিত জমকালো গালা নাইটে ২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার বা ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। পিএসজিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়কের হাতেই উঠেছে বিশ্বসেরার মুকুট।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে স্বপ্নের মতো সময় পার করেছেন দেম্বেলে। ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য। পরিসংখ্যানও কথা বলেছে তার পক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, যার মধ্যে ৮টিই এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি গোল। ফরাসি সুপার কাপে জয়সূচক গোল এবং দলকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলার কারিগরও ছিলেন এই ২৮ বছর বয়সী তারকা।

এদিকে নারী ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই তারকা মিডফিল্ডার টানা তৃতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। দেম্বেলের মতো তিনিও এবার ব্যালন ডি’অর জিতেছিলেন।

খেলোয়াড়দের মতো কোচিং ক্যাটাগরিতেও জয়জয়কার পিএসজির। বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির ডাগআউটের মাস্টারমাইন্ড লুইস এনরিকে। অন্যদিকে নারী ফুটবলে সেরা কোচের পুরস্কার গেছে ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যানের ঝুলিতে।

বর্ষসেরা গোলের পুরস্কার বা ‘পুসকাস অ্যাওয়ার্ড’ গেছে আর্জেন্টিনায়। বক্সের বাইরে থেকে নেওয়া চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকের জন্য এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার
ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না: আসামের মুখ্যমন্ত্রী
বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বক্স একটিই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft