সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
একাধিক ব্যাংক ও প্রতিষ্ঠানে উত্তোলিত হয়নি জাতীয় পতাকা
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে পীরগাছায় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনালী ব্যাংক পীরগাছা শাখার ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবসে সোনালী ব্যাংক পীরগাছা শাখা ভবনের ছাদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও তা জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিকভাবে প্রদর্শন করা হয়নি। 

সরেজমিনে দেখা যায়, পতাকাটি খুঁটির ঠিক জায়গায় যথাযথভাবে স্থাপন করা হয়নি এবং একই খুঁটিতে লাউডস্পিকারসহ অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সংযুক্ত ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সাধারণত ভবনের ওপর জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে ১৫ থেকে ২৫ ফুট উচ্চতার খুঁটি ব্যবহার করা হয়, যাতে পতাকাটি সম্মানজনক ও দৃশ্যমান অবস্থানে থাকে। সেখানে মাত্র ৪–৫ ফুট উচ্চতার একটি হালকা খুঁটি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, জাতীয় পতাকাটি একটি মসজিদের মাইক ঝোলানোর বীমের খুঁটির সঙ্গে লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে সোনালী ব্যাংক পীরগাছা শাখার ম্যানেজার মনিরুজ্জামান বলেন, পতাকা উত্তোলনের বিষয়ে কোনো লিখিত চিঠি আমি পাইনি। আর পতাকা উত্তোলনের সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না।

তবে জাতীয় পতাকা বিধিমালায় পতাকা সঠিকভাবে উত্তোলন ও সম্মানজনক প্রদর্শনের সার্বিক দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপরই বর্তায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে রাষ্ট্রীয় শোক দিবসে পীরগাছা উপজেলায় আরও কয়েকটি ব্যাংক জাতীয় পতাকাই উত্তোলন করেনি বলে অভিযোগ উঠেছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যমুনা ব্যাংক, রুপালি, পুবালী, ব্র্যাক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক এর পীরগাছা শাখা। পীরগাছা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়, ইটাকুমারী, কল্যাণী ও কান্দি ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন করা হয়নি। কৈকুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হলেও দুপুর আড়াই টায় নামিয়ে ফেলা হয়।  এ বিষয়ে ওই কেন্দ্রের কর্মরত মিড ওয়াইফ সোহাগী বেগম  বলেন, আমি বাড়ি যাবো তাই পতাকা নামিয়ে ফেলেছি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এর মধ্যে দিলালপাড়া দাখিল মাদরাসা, পশ্চিম দাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেয়ানী মনিরাম সরকারি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এর আওতাধীন কমিউনিটি ক্লিনিকগুলোতে রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর আহমেদ রবিন বলেন, আমরা শুধু উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি। অন্যগুলোতে তেমন গুরুত্ব দিয়ে করা হয়নি। ভবিষ্যতে করা হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকে এভাবে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, রাষ্ট্রীয় শোক চলাকালে জাতীয় পতাকা অবমাননার ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ তৈরি করছে, যা অনেকেই বিরোধী শক্তির কাজ হিসেবেও দেখছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তাজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, রাষ্ট্রীয় শোক মানে শুধু পতাকা টানানো নয়, বরং জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা। পতাকা গুটানো, নিচু খুঁটিতে ঝুলিয়ে রাখা কিংবা মাইক ঝোলানোর খুঁটির সঙ্গে লাগানো স্পষ্টভাবে অবমাননার শামিল।

সুমন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় শোকের গুরুত্বকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ইচ্ছাকৃত হোক বা অবহেলাজনিত -এর দায় এড়ানোর সুযোগ নেই।

ফিরোজ আলম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালে যদি জাতীয় পতাকা অবমানিত হয়, তাহলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। অনেকেই এটিকে বিরোধী শক্তির কাজ বলেও মনে করছেন। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শন সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসে একাধিক সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শনে অনিয়মের অভিযোগ ঘিরে পীরগাছা উপজেলায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান রেজা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালনে যারা অবহেলা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এরপর যাতে কেউ এমন অবমাননা করতে না পারেন।

এ ব্যাপারে পজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, পতাকা অবমাননার বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন তথ্য
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
নির্বাচন কমিশন কোনো চাপে নেই: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: আইনজীবীকে ইসি মাছউদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft