প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে শুরুটা ভালো করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। টানা দুই ম্যাচেই হারতে হয়েছে দলটিকে। তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা।
সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী।
বিপিএলে দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক ছিলেন সৈকত আলী। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালীকে নেতৃত্ব দিচ্ছেন হায়দার আলী। মূলত চোটের কারণে একাদশে নেই সৈকত।
সৈকত আলীর পরিবর্তে নোয়াখালীর একাদশে সুযোগ পেয়েছেন বিলাল সামি। এ ছাড়াও রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন ও সন্দীপ লামিচানে।
তাদের তিন জনের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, রিপন মণ্ডল ও হুসাইন তালাত। নোয়াখালীর একাদশে একটি পরিবর্তন এসেছে। অধিনায়ক সৈকত আলী চোটে পড়ায় সুযোগ পেয়েছেন বিলাল সামি।
নোয়াখালী এক্সপ্রেস: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, বিলাল সামি, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান রানা।
রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো এবং রিপন মণ্ডল।
আজকালের খবর/বিএস