বুধবার ৭ জানুয়ারি ২০২৬
বক্সিং ডে টেস্টে মেলবোর্নে সর্বোচ্চ দর্শকের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট সংস্কৃতির দেশে দর্শকদের কাছে খেলাটির জনপ্রিয়তা কিংবা উন্মাদনার কমতি থাকে না। 

অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটও সরাসরি দেখতে মাঠে ছুটে যান তারা। আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে তো ক্রিকেটভক্তরা রেকর্ডই গড়ে ফেলেছেন। অ্যাশেজের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৯৩ হাজার ৪৪২ দর্শক মাঠে হাজির হয়েছেন আজ।অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এই ভেন্যুতে এর আগে ৯৩ হাজার ১৩ জন সমর্থক হাজির হওয়ার রেকর্ড গড়েছিল। 

তাও সেটি ছিল ২০১৫ বিশ্বকাপের ফাইনালে। এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট দেখতে আসা মানুষের সংখ্যায় সেই রেকর্ড নতুন করে লেখা হলো। আজ থেকে শুরু হয়েছে চলমান অ্যাশেজের টেস্ট। যেখানে গতির ঝড় তুলছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেসাররা। 

ফলে উভয় দলই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৯১ হাজার ১১২ দর্শকের উপস্থিতি দেখা গিয়েছিল। ২০১৩ অ্যাশেজেও এই এমসিজিতেই হয়েছিল সেই রেকর্ড। টেস্ট ক্রিকেট এবং এমসিজির ইতিহাসে সর্বোচ্চ দর্শকসংখ্যার নজির নতুন করে দেখা গেছে। তবে টেস্ট ম্যাচের নির্দিষ্ট দিনে এর চেয়েও বেশি দর্শকের কীর্তি লেখা হয়েছে একবার। ১৯৯৮-৯৯ মৌসুমে কলকাতায় মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। সেই ম্যাচে একদিনে সর্বোচ্চ ১ লাখের বেশি দর্শক হাজির হয়েছিলেন। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে।

অ্যাশেজে নির্দিষ্ট টেস্টে সবমিলিয়ে সর্বোচ্চ ২ লাখ ৭১৮৬৫ দর্শকের রেকর্ড হয়েছিল ২০১৩ সালে। 

এবার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ আছে। কিন্তু তাতে বাগড়া বসিয়েছে এমসিজিতে পেসারদের গতির ঝড়। চলমান টেস্টের প্রথম দিনেই ইতোমধ্যে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে। ফলে ম্যাচটি সর্বোচ্চ কতদিন পর্যন্ত গড়াবে সেটাই বড় প্রশ্ন। অস্ট্রেলিয়া ১৫২ রানে গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ড প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft