বুধবার ৭ জানুয়ারি ২০২৬
টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:৪০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। ফলে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়। আসরের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসী রাজশাহী ওয়ারিয়র্স কোনো পরিবর্তন ছাড়াই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

২৪ ঘণ্টারও কম সময়ের বিশ্রামে দ্বিতীয় ম্যাচ খেলতে হচ্ছে রাজশাহীকে। তবে সিলেটের বিপক্ষে ১৯০ রানের লক্ষ্য তাড়া করে পাওয়া বড় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের দেওয়া বোনাস দলটির আনন্দ আরও বাড়িয়েছে। ফুরফুরে মেজাজেই টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্যাট হাতে শুরু করেছে শান্তর দল।

অন্যদিকে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলছে ঢাকা ক্যাপিটালস। আসর শুরু করতে চায় জয় দিয়েই। টস জয়ের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, রাজশাহীকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য তাদের। তবে আগের ম্যাচেই ১৯০ রান তাড়া করে জয় পাওয়া রাজশাহীকে এত কম রানে বেঁধে রাখা যে সহজ হবে না, সেটাও ভালো করেই জানে ঢাকা শিবির।

রাজশাহীর ব্যাটিংয়ে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ঢাকার জন্য বড় হুমকি। সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম যদি আগের ম্যাচের ফর্ম ধরে রাখতে পারেন, তবে চাপে পড়বে ঢাকার বোলাররা। মিডল অর্ডারে মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরব বড় ভূমিকা রাখতে পারেন। বোলিং বিভাগেও শক্তিশালী রাজশাহী—বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে ও তানজিম হাসান সাকিব নিজেদের দিনে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।

তবে রাজশাহীর বড় চ্যালেঞ্জ হবে পর্যাপ্ত রান তুলতে পারা। কারণ দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বাড়তি সুবিধা পেতে পারে ঢাকার ব্যাটাররা। তাছাড়া ঢাকার ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটারদের পাশাপাশি বিপর্যয়ে হাল ধরার জন্য রয়েছেন নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের মতো অভিজ্ঞ অলরাউন্ডাররা। বোলিংয়ে সাইফউদ্দিন ও ইমাদের সঙ্গে ঢাকার বড় ভরসা সালমান মীর্জা।

রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ
তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, সান্দীপ লামিচানে, আব্দুল গাফফার ও মেহরব হোসেন।

ঢাকা ক্যাপিটালস একাদশ
সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা এবং জিয়াউর রহমান শরীফি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft