প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ PM
বাংলাদেশ শ্রমিক কল্যাণ জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণের সম্মেলন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি রুহুল আমীন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি শ্রমিক নেতা লুতফুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন সিলেট জজ কোর্টের এপিপি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট ইয়াসিন খান।
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাও লুতফুর রহমান, উপজেলা সেক্রেটারি মাও আফজাল হোসাইন উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ পাটলী ইউনিয়ন জামায়াতে সভাপতি তৈয়বুর রহমান, হলদিপুর চিলাউড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু পাইল গাও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আহমদ হোসেন আকমল, শ্রমিক কল্যাণের পাইলগাও ইউনিয়নের সভাপতি শাহিনুল হক, হলদিপুর চিলাউড়া ইউনিয়ন সভাপতি সোহেল আহমদ, শ্রমিক নেতা মাওলানা রবিউল হুসাইন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি জগন্নাথপুর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সালের কমিটি ঘোষণা করেন।
মোহাম্মদ দিলোয়ার হোসাইনকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মাও আজিজুর রহমান, উসমান আলী, জসীম উদ্দিন। সহ সাধারণ সম্পাদক হলেন- জিয়াউর রহমান, আজিজুল ইসলাম, আবুবকর সিদ্দিক, নূর উদ্দিন লিটন, সৈয়দ মুজাফ্ফর আলী। কোষাধ্যক্ষ মাও মাইন উদ্দিন প্রধান, সহকোষাধ্যক্ষ সোহেল আহমেদ, প্রচার সম্পাদক সাইনুল হক, মহ প্রচার সম্পাদক দুখু হোসাইন ও সুমন রানা, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাকিল আহমেদ, সহ সাহিত্য সম্পাদক ফুজাইল আহমেদ, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান শুভ, সহ ক্রীড়া সম্পাদক মুছনু আহমেদ ও আলী আকবর। দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আলী আকবর। সদস্য- জসিম উদ্দিন, সুজন মিয়া, মাও সামসুল ইসলাম কামাল আহমেদ, অন্তর হোসাইন।
আজকালের খবর/বিএস