অন্তর্কোন্দলেও সীমান্ত হত্যা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম
সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বিএসএফ নয়, সীমান্ত এলাকায় শত্রুতার জেরে দুই পক্ষের অন্তর্কোন্দলেও হত্যা হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিজিটিসি অ্যান্ড সি-তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না কেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না সত্য। পরপর যে দুটি সীমান্ত হত্যা হয়েছে সেটি বিএসএফ নয়, খাসিয়াদের শত্রুতার কারণে তাদের নিজেদের মধ্যে হয়েছে। খাসিয়াপল্লীতে একটু সমস্যা রয়ে গেছে।

তিনি বলেন, এপারেও খাসিয়া আছে, ওপারেও খাসিয়া আছে। অনেক সময় খাসিয়ারা এপার থেকে ওপারে যায় এবং নিজেদের মধ্যে থাকা শত্রুতার সুযোগ নেয়। তাদের দুই গ্রুপের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে।

সীমান্তে বাংলাদেশিদের হত্যা এবং মাদক চোরাচালান বন্ধ হচ্ছে না। ভারত উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে। এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না বিজিবি। বুকটাই যেন দেখায়। যারা হুঙ্কার দিচ্ছে, আমরাও বেশি করে তাদের প্রত্যুত্তর দিচ্ছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের (ভারত) মিডিয়া প্রচুর মিথ্যা তথ্য ছড়ায়। এই মিথ্যার প্রত্যুত্তর আপনারা (সাংবাদিকরা) দিতে পারেন। এক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, বিজিবিতে জনবল সংকট আছে। সীমান্ত ও পাহাড়ে তারা অনেক কষ্ট করে ডিউটি করে।

জনবল বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমি বিজিবিতে দুইবার চাকরি করেছি। একবার সেক্টর কমান্ডার এবং অন্যবার বিজিবির মহাপরিচালক ছিলাম। জনবল বৃদ্ধি, খাবারের মান উন্নত করা, থাকার ব্যবস্থার উন্নতি করা দরকার। এই বিষয়গুলো আপনারা (সাংবাদিক) জাতির সামনে তুলে ধরেন। আমাদের জন্য এবং বাহিনীর জন্য অনেক উপকার হবে।

মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে। এতে বাংলাদেশে কোনো আশঙ্কার কারণ আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল (সোমবার) মিয়ানমার সীমান্ত পরিদর্শন করে এসেছি। সেখানে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। আরাকান আর্মি ও মিয়ানমার আর্মির মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধে আরাকান আর্মি অপজিটের জায়গাগুলো দখল করে নিয়েছে। এ কারণে একটু সমস্যা হচ্ছে। আরাকান আর্মি ও মিয়ানমার আর্মি দুই বাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখতে হচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম আরও বলেন, এখন মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের পতাকা বৈঠক করার মতো জায়গা নেই। যেহেতু তারা এই পাড়ে আসতে পারে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তবে তাদের সঙ্গে পতাকা বৈঠক করা ডিফিকাল্ট (কঠিন)৷ তবে এসবের মধ্যেও বাংলাদেশে কোনো শঙ্কার কারণ নেই।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft