সারা জাবীনের একক চিত্রপ্রর্দশনী শুরু শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ পিএম
বিভিন্ন ধারার ৫৯টি শিল্পকর্ম নিয়ে আগামীকাল শুক্রবার (২৩ ডিসেম্বরশুরু হচ্ছে সারা জাবীনের একক চিত্রপ্রর্দশনী। রাজধানীর ৮২৪/এ, খিলগাঁও (চৌরাস্তা) ‘রেমেনেসেন্স অব ৮২৪/এ’ শিরোনামে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর, সোমবার পর্যন্ত। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা।

মাল্টিডিসিপ্লিনারি শিল্পচর্চাকারি সারা জাবীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং এবং পেইন্টিং বিষয়ে (২০১৯) প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহ করেন। একাডেমিক সময় থেকেই সারা জাবীন শিল্পের প্রতি অনুরাগ থেকে নিত্যনতুন মাধ্যমের প্রতি তার আগ্রহ দেখিয়েছেন। তার কাজে ব্যক্তিগত জীবনের দর্শন, মানুষের সহজাত চারিত্রিক আচরণ এবং স্মৃতি কেন্দ্রিক উপস্থাপন স্পষ্ট ফুটে উঠে। সম্প্রতি সময়ে সারা বৃত্ত আর্ট ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে জার্মানির ক্যাসেলে ডকুমেন্টা ফিফটিনে অংশগ্রহ করেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা আয়োজিত নবীন ও জাতীয় শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

‘রেমেনেসেন্স অব ৮২৪/এ’ তার প্রথম একক প্রদর্শনী, এটি একটি স্থান নির্ভর প্রদর্শনী। কাগজে কলমে ৮২৪/এ বাড়িটি ৬০ বছরের পুরনো। যেখানে তার শৈশব কেটেছে। বাড়িটির আনাচে-কানাচে, দৈনন্দিন জীবনে ব্যবহারিক বিভিন্ন বস্তুর সঙ্গে স্বভাবসুলভ সম্পর্ক গড়ে উঠেছে প্রতিনিয়ত। কিন্তু প্রদর্শনীতে এই বাড়ির গল্পকে ছাপিয়ে বাড়ির মানুষের এবং কিছু বস্তুর সঙ্গে ‘সারাহ্’র স্মৃতি এবং সম্পর্কের কথা উঠে এসেছে ভিন্ন ভিন্ন উপস্থাপনে। কখনো সেই সকল বস্তুকে স্পর্শ করে উপলব্ধীগুলোর আদান-প্রদানের মাধ্যমে বিমূর্ত অনুভ আরো পূর্ণতা দেয়ার চেষ্টা করেছে। জ্ঞান হবার সঙ্গে সঙ্গে সেইসব সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে উঠেছে।

প্রবীণদের কাছে শোনা রূপকথার মতো গল্পগুলোর সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে এবং সেই সকল সাদাকালো সময়গুলো আলোকিত আবেগরূপে উপস্থিত হয়েছে সারা কাজে। পুরনো ছবির এলবামগুলো নতুন নতুন কম্পোজিশনের ধারনা দিয়েছে ধর্মভীরু পরিবারের কথা মাথায় রেখে, সারা ভাষ্য মতে সেগুলো সুখছবি। তিনি বিভিন্ন সময়ে মায়ের অনুভূতিগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছে সুঁই সূতোয় এবং মসলিন কাপড়ে। সর্বোপরি শিল্পকর্মগুলো সম্মিলিতভাবে একটি স্থান নির্ভর/স্থানিক উপস্থাপন হিসেবে গন্য করা যায়, যা একটি সাদা চৌকোন প্রতিষ্ঠিত/ঘোষিত গ্যালারিতে সারার অনুভূতি এবং প্রদর্শনীটির স্বার্থকতার ব্যত্যয় ঘটতে পারত।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft