প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:৪৬ পিএম
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার অন্তর্গত ২নং ওয়ার্ড ভূইয়াপাড়া ও পৌরসভার ৫নং ওয়ার্ড এর চারআনিপাড়ায় এক রাতে তিন বাসায় সিদ কেটে চুরি ঘটনা ঘটে।
ভূইয়াপাড়ার কালীদাস ও মোজাম্মেলের বাসায় সিধ কেটে নগত আনুমানিক ১০,০০০/- হাজার টাকা ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। চুরি শেষে ভূইয়াপাড়ার মোজাম্মেলের বাসায় চোর মাটি কুড়ার খুন্তি ও জোতা ফেলে রেখে যায়। একই রাতে উত্তর চারআনিপাড়ার বিজয় চন্দ্র দাসের বাসায় থেকে আনুমানিক নগদ ৫,০০০/- হাজার টাকা কিছু স্বর্ণলংকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। চুরি শেষে চারআনিপাড়ার বিজয় চন্দ্র দাসের বাসায় চোর গামছা ও ব্লেড ফেলে রেখে যায়।
এছাড়াও নান্দাইল পৌরসদরের ৪নং পাছপাড়া ওয়ার্ডের মোরতুজ আলী গরুর খামারের দরজায় লাগানো দুইটি তালা কেটে, চার লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি'র ঘটনা ঘটেছে।
চুরির বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান আকন্দ জানায়, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/একে