শর্তে জালে বন্দী নায়িকা পপি!
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ৬:২২ পিএম
পপি

পপি

ইমরানের ওপর তলায় আছেন এক সময়ের হার্টথ্রুব নায়িকা পপি। তিনি সেখানে আছেন বহাল তবিয়তে। সন্তান সংসার নিয়ে বেশ আছেন। তবে বিয়েকালীন কিছু শর্তের জালে বন্দী দর্শকের প্রিয় এই অভিনেত্রী। পপি ঘনিষ্ট নাটক ও টেলিফিল্ম নির্মাণকারীর দেওয়া তথ্যে এমন চিত্রই উঠেছে। 

তার দেয়া তথ্যে উঠে এসেছে পপি বর্তমানে ধানমণ্ডি লেকের পাশে কণ্ঠশিল্পী ইমরানের ফ্ল্যাটের ওপরে বসবাস করছেন। তার স্বামী একজন প্রতিষ্ঠিত ডেভলপার ব্যবসায়ী। পাশাপাশি মালয়েশিয়াতেও ব্যবসা করছেন।

ওই নির্মাতা এ প্রতিবেদককে পপি সম্পর্কে কিছু তথ্য দেন। সাম্প্রতিক সময়ে তার সাথে পপির বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। তাকে প্রশ্ন করা হয় পপির বিয়ে ও মা হওয়া নিয়ে। তিনি বলেন, পপির বিয়ে হয়েছে, এটা সত্য এবং আমি নিশ্চিত করে বলছি। আমি তার বাসায়ও গিয়েছি। মা হওয়ার বিষয়টিও নিশ্চিত। তিনি মেয়ে সন্তানের মা হয়েছেন। আমি নিজে তার সন্তানকে দেখেছি। বিয়ে কার সাথে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক ব্যবসায়ীর সাথে। তিনি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসার সাথে জড়িত। মালয়েশিয়ায়ও তার ব্যবসা রয়েছে। পপি কোথায় বসবাস করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি রাখঢাক করে বললেন, ধানমন্ডিতে। লেকের পাড়ে তার বাসা। সঙ্গীতশিল্পী ইমরান ও পপি একই ভবনে থাকেন। ইমরানের ফ্ল্যাটের উপরে পপির ফ্ল্যাট। এর বেশি কিছু তিনি বলতে রাজী হননি। তাকে প্রশ্ন করা হয়, তাহলে পপি প্রকাশ্যে আসছেন না কেন? তিনি বলেন, মনে হয়েছে, তার স্বামী হয়তো চাচ্ছেন না, তিনি মিডিয়ায় আর কাজ করুক। বিয়ের সময় এ ধরনের শর্ত দিয়ে থাকতে পারেন। যেহেতু তিনি সেলিব্রেটি, তাই হয়তো বাসা থেকেও যখন-তখন বের হওয়ার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ কারণে হয়তো পপি কারও সাথে যোগাযোগ করছেন না, কিংবা তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন কথার জবাব দিচ্ছেন না। তাহলে পপি কি বন্ধী? এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, আমরা প্রত্যেকেই তো সংসার জীবনে বন্ধী। সংসারী হলে সংসারের বেড়াজালে আটকে পড়তে হয়। স্বামী-সন্তান ও পরিবারের বন্ধনে বন্ধী হতে হয়। হয়তো পপি এখন স্বামী-সন্তান ও সংসারের বন্ধনে বন্ধী। হয়তো সব গুছিয়ে আবারও কাজে ফিরতে পারেন।

বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে চিত্রনায়িকা পপি’র কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কেমন আছেন, তা কেউ বলতে পারছে না। এমনকি তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ নেই বলে তারা অভিযোগ করেছেন। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় তাদের আক্ষেপের সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকরাও পপির খোঁজ নিয়ে কোনো হদিস পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ। বিভিন্ন সূত্রমতে, পপি তার প্রয়োজনে কাউকে ফোন করলে ভিন্ন নম্বর দিয়ে করেন। তার সাথে কথা বলার পরপরই সেটি বন্ধ হয়ে যায়। ফলে তার এ ধরনের লুকোচুরি নিয়ে নানা ধরনের গুজব-গুঞ্জণ চলচ্চিত্রাঙ্গণে ছড়াচ্ছে। এর মধ্যে বিচ্ছিন্নভাবে খোঁজ-খবর নিতে গিয়ে কেউ বলেছেন, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং সন্তানের মা-ও হয়েছেন। তিনি গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন। সম্প্রতি শোনা যায়, তিনি ধানমন্ডিতে বসবাস করছেন। তবে এসব তথ্যের নির্ভরতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আজকালের খবর/আতে

 








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft