ফ্যাবের অনুষ্ঠান সূচিতে ভুলতথ্য, প্রদর্শক সমিতির নিন্দা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পিএম
মূলধারার প্রযোজক-পরিচালক, প্রদর্শক-শিল্পী-কুশলীদের এড়িয়ে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ (ফ্যাব) নামক সংগঠনটি যেনো কোনোভাবে বিতর্ক পিছু ছাড়ছে না। পূর্বঘোষিত (৩০ ডিসেম্বর) চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের দিন কাকতলীয়ভাবে ফ্যাব তাদের আয়োজনের ঘোষণা দিলে শুরু হয় এই বিতর্ক। ফ্যাবের এই আয়োজনকে বিভেদরেখা বলেও মন্তব্য করেন অনেকেই। শেষপর্যন্ত তাদের আয়োজনে মূলধারার কেউ-ই বাংলা একাডেমিতে যাননি। 

এদিকে অনুষ্ঠান সূচিতে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদকে বাংলাদেশ মোশন পিকচার এক্সিবিটর্স এসোসিয়েশানের (প্রদর্শক সমিতির সভাপতি) হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে নওশাদ নিজেকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন। আর সে সুযোগটি কাজে লাগাতে সমিতির মধ্যে বিভেদ তৈরি করতে ফ্যাব বর্তমান সভাপতির স্থলে সাবেককে বর্তমান দেখিয়ে অনুষ্ঠান সূচি তৈরি করে।

কার্যত নওশাদ এই সংগঠনের সাবেক সভাপতি ছিলেন। আর এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বাংলাদেশ মোশন পিকচার এক্সিবিটরস এসোসিয়েশানের বর্তমান কমিটির মধ্যে। সংগঠনটির কার্যকরী পরিষদ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে। 

এ সময় সংগঠনের সভাপতি কাজী শোয়েব রশীদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন, সহসভাপতি আমীর হামযা, যুগ্ম সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, কোষাধক্ষ্য আজগর হোসেন, আইন বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রুবেল, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মানিকসহ অন্যান্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন- রাষ্ট্র থেকে দেশের সকল গণমাধ্যম বাংলাদেশ মোশন পিকচার এক্সিবিটর এসোসিয়েশানের বর্তমান কার্যকরী পরিষদের পরিচয় অবগত। সেখানে রিফর্মের নামে কিছু গুণী ব্যক্তিরা এক হয়েছেন চলচ্চিত্রকে জটিলমুক্ত পরিবেশ তৈরির বাসনায়। অথচ সূচিতে তারা প্রভাবশালী এই সংগঠনের বর্তমান সভাপতি কাজী শোয়েব রশীদের নামটির জায়গায় সাবেক সভাপতির নাম উল্লেখ করেছেন যা উদ্দেশ্যমূলক বলে প্রতীয়মান। যা কোনোভাবেই কাম্য নয়। সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। 

এ নিয়ে ফ্যাবের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠক ইমরান কিরমানী সন্ধ্যায় মুঠোফোনে আজকালের খবরকে বলেন, এটা ভলেন্টিয়ারদের ভুল। ভবিষ্যতে এ বিষয়গুলো নিয়ে আরো সতর্ক হবো। তারপরও আমরা এ নিয়ে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাকের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছি।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও দৃশ্য শিল্পের অনুশীলন, অধ্যয়ন ও নীতি নবায়নের লক্ষ্যে ৩০ ডিসেম্বর বাংলা একাডেমিতে দিনব্যাপী মূলধারার অংশগ্রহণকারীদের বাইরের চলচ্চিত্র সংশ্লিগণ একত্রিত হয়েছিলেন। সেখানে আট দফা দাবি তোলা হয়।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft