প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ PM

কিয়ারার সঙ্গে প্রেম নিয়ে চলতি ডিসেম্বরেই প্রথম মুখ খোলেন সিদ্ধার্থ। তার আসন্ন সিনেমা মিশন মজনুর প্রচারে এক এফএম রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই কিয়ারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জিজ্ঞাসা করতেই অভিনেতা জানিয়েছিলেন, নতুন বছরে বিয়ে করছেন তিনি।
বছর দুয়েক হলো গুঞ্জন চলছে বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে এ নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তারা। এরই মাঝে সম্প্রতি রটেছে শিগগিরই বিয়ে করছেন এই তারকা জুটি।
এ নিয়ে চলতি ডিসেম্বরেই প্রথম মুখ খোলেন সিদ্ধার্থ। তার আসন্ন সিনেমা মিশন মজনুর প্রচারে এক এফএম রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন তিনি।
সেখানেই কিয়ারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জিজ্ঞেস করতেই অভিনেতা জানিয়েছিলেন, নতুন বছরে বিয়ে করছেন তিনি।
এবার জানা গেল তাদের বিয়ের দিনক্ষণও। নতুন বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। সূত্রের বরাত দিয়ে টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ‘সিদ্ধার্থ ও কিয়ারা ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলো। যেখানে দুই পরিবার ও অতিথিদের নিয়ে মেহেদী, হলুদ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন থাকবে। আর ৬ তারিখ অনুষ্ঠিত হবে বিয়ে।’
শুধু তা-ই নয়, সূত্রটি বিয়ের স্থানও প্রকাশ করেছে। জানিয়েছে, রাজস্থানের বিলাসবহুল জয়সালমের প্যালেস হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।
আজকালের খবর/আতে