আজ গানের দিনের সপ্তম পর্বে থাকছে শিল্পী পাভেলের যন্ত্রসঙ্গীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৬:৫৭ পিএম
কাজী যোবায়ের কায়সার পাভেল সাম্প্রতিককালের সুপরিচিত যন্ত্রসঙ্গীত শিল্পী। রোববার (২৮ আগস্ট) রাত ১০টায় এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত অনুষ্ঠান ‘আজ গানের দিন’র সপ্তম পর্বে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভিতে।

পাভেলের জন্ম ১৯৮২ সালে চাঁদপুরে। মা আফরোজা বেগম, বাবা কাজী কায়ছারুজ্জামান। সুরের প্রতি পাভেলের ভালোবাসা ছোটবেলা থেকেই। দেশের স্বনামধন্য গিটারিস্ট রূপু আজিমের হাত ধরে তিনি দেশের সঙ্গীত জগতের মূল ধারায় প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে স্বচেষ্টায় রপ্ত করেন বাঁশি, গিটার ও কি-বোর্ড। ক্রমে ক্রমে তার বাদ্যযন্ত্রের তালিকায় যুক্ত হয়েছে স্যাক্সোফোন, মেলোডিকা, সিলভার ফ্লুট, টিন হুইসেলসহ আরও বিভিন্ন বাদ্যযন্ত্র। 

বিগত ২০ বছর তিনি নিয়মিত নিভৃতে সুরের সাধনা করে আসছেন। চর্চার মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন নিজেকে। দেশের সঙ্গীত জগতে উল্লেখযোগ্য কি-বোর্ড আর্টিস্ট হিসেবে হিসেবে স্থান করে নিয়েছেন তিনি। গিটার বাজিয়ে প্রথম পুরস্কার পেয়েছেন স্কুলে। 

শিল্পী ফাহমিদা নবীর ‘মেঘলা মন’, কুমার বিশ্বজিতের ‘আমার ছোট্ট পরী’, লুৎফর হাসানের ‘যদি কান্না কান্না লাগে’, অবন্তী সিঁথির ‘এক টুকরো মেঘ’, দিলসাদ নাহার কনার ‘সেল্ফি’, শাওন গানওয়ালা ‘আমাদের গল্প’ প্রভৃতি জনপ্রিয় গানে বাদ্যযন্ত্র বাজিয়ে ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন পাভেল। 

এ ছাড়া এ বছরেই ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রের ‘তোর সাথে নামলাম রে পথে’ গানটিতেও যন্ত্রসঙ্গত করেছেন উদীয়মান এ যন্ত্রসঙ্গীত শিল্পী। পাভেলের শখ নানা ধরনের বাদ্যযন্ত্র ও বাদ্যযন্ত্র সম্পর্কিত গ্যাজেট সংগ্রহ এবং ফেসবুকে লেখালেখি। এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজে উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft