সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
যতবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই ধানের শীষের বিজয় হয়েছে
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি  অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
 
রোববার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ  গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গনসংযোগ শেষে তিনি বড় হরণ আলিয়া মাদরাসা মাঠে পথসভায় বক্তব্য রাখেন। 

পথসভা শেষে তিনি  বিলকেন্দুয়াই, নরসিংসার গ্রামসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রæতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন। 

পথসভা গুলোতে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিগত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।  তিনি বলেন, যতবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে। সে হিসেবে আমরা আশাবাদী জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, আমাদের দেশে ভোট মানেই একটি উৎসব। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা আনন্দ মুখর পরিবেশে ভোট দিয়ে উৎসব পালন করবেন। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডোমারে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন
পদত্যাগ করলেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft