বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ পিএম
ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের তিনটি দোকান ভাঙচুর করেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয়দলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়  সদর উপজেলার ভেলামিয়া ইউনিয়নের বিশ্বরোড বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগে বাজারের নেমেছেন। এ সময় বিএনপি'র নেতাকর্মীরা একত্রিত হয়ে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। এতে করে দুইগ্রুপের মধ্যে লেগে যায় তুমুল সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়া। এ সময় উভয়গ্রুপের ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা তোর এলাকায় জামায়াতের তিনটি ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। 

এ ব্যাপারে ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আব্দুল হান্নান জানান, সকালের দিকে আমাদের একটি বিজয় র‍্যালি করার জন্য প্রস্তুতি গ্রহণকালে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। সে সময় তাদের তাদের দুজন কর্মী আহত হয়। তাদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘটনার জেরে মাগরিবের নামাজ শেষে তাদের লোকজন বাজারের বিভিন্ন দোকানে বসে আলোচনাকালে সেখানে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পাল্টা হামলা করলে সংঘর্ষ বেধে যায়। বিএনপি নেতাকর্মীরা তাদের তিনটি ব্যবসার প্রতিষ্ঠানে হামলা লুটপাট ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। 

অন্যদিকে, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইউনুস খান কমান্ডার জানান, জামায়াতের নেতাকর্মীরা বিএনপি'র লোকদের ওপর হামলা চালিয়েছে। এতে করে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন দিক থেকে চলে আসলে এরপর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

এদিকে, ঘটনার পরপরই ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকার জামায়াতের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন। তিনি বলেন, কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অহেতুক জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল সোমবার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে জামায়াতের গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ২০ জন নেতাকর্মীকে আহত করে।

একইভাবে আজ সকালে দৌলতখানে বিজয় দিবসের প্রোগ্রামের চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে করে তাদের ১৫ নেতাকর্মী আহত হয়। একইভাবে সকালে ভেলুমিয়া বাজারে বিএনপি নেতা কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এই ঘটনার রেশ ধরে সন্ধ্যার পর বিএনপি লোকজন পুনরায় তাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বক্স একটিই
বিজয় দিবসে ইবিতে ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা’
হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে
হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft