সারাদেশের ন্যায় উলিপুরে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, উপজেলা বিএনপি, উলিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।সকাল ৯ টায় স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি),এস এম মেহেদী হাসান, অফিসার ইনচার্জ,সাঈদ ইবনে সিদ্দিক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোছাঃ শামীমা আক্তার, প্রাণিসম্পদ অফিসার , ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা শিক্ষা অফিসার, মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা নির্বাচন অফিসার, প্রণব সরকার, উপজেলা প্রকৌশলী, প্রদীপ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদউপজেলা পল্লী উন্নয়ন অফিসার, (ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেন, সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
আজকালের খবর/ এমকে