বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসে ইবিতে ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা’
রবিউল আলম, ইবি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত গানের সুরে অংশ নেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজনজুড়ে বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধক আবহ ছিল চোখে পড়ার মতো নতুন দৃশ্যপট।

সরেজমিনে দেখা যায়, সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্মবোধক গান, সমবেত কণ্ঠে দেশের গান, নৃত্য পরিবেশনা এবং আবৃত্তি। ‘সহস্র কণ্ঠে দেশের গান’ পর্বে শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে দেশপ্রেমের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগে এত বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপনের নজির নেই। তাদের মতে— আয়োজনের প্রতিটি পর্বেই বাঙালিয়ানা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনার স্পষ্ট প্রতিফলন ঘটেছে।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং জাতীয় দিবসগুলো সম্মিলিতভাবে উদযাপনের সংস্কৃতি গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ৭১ সালে যে পূর্ণতা আমরা পাইনি, ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার মাধ্যমে তা অর্জিত হয়েছে। পতিত স্বৈরাচার অতীতে নিজেদের স্বার্থে বিজয় দিবস উদযাপন করলেও ২৪-এর পর আমরা সবাই স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে এ দিবস উদযাপন করতে পারছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ৭১-এর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ও ২৪-এর চেতনা একই—একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়া। দেশের স্বাধীনতা রক্ষায় তোমাদের সবাইকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, “স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠীর ষড়যন্ত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে। ছাত্রজনতা এদেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখবে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার
ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না: আসামের মুখ্যমন্ত্রী
বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft