প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম

কুমিল্লার দেবীদ্বারে বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় হাজার মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, বাংলাদেশ জামাতে ইসলামী দেবিদ্বার উপজেলা সাবেক নায়েবের আমীর গোলাম মোস্তফা সরকার, দেবিদ্বার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, পৌর জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক অহিদুর রহমান, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারি মো. আলাউদ্দিন, ২ নং বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত কাউন্সিল পদ প্রার্থী মো. মামুনুর রশীদ, দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, বিএনপির নেতা শোয়াইব আহমদ মোল্লা, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান জুয়েল, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ রহিম, কুমিল্লা উঃ জেলার সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানপৌর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন বিল্লু প্রমুখ
আজকালের খবর/বিএস