প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ সোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফায়েকউজ্জামান,সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ,পৌর বিএনপির সভাপতি ইউছুব আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ,পৌর যুবদলের আহবায়ক মিরাজ সরদার,সদস্য সচিব সালাউদ্দিন শেখ,উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ,সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে