প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০৩ পিএম

আন্তর্জাতিক পরীক্ষাবোর্ড অক্সফোর্ডএকিউএ (OxfordAQA) প্রথমবারের মতো বাংলাদেশে বিজ্ঞান বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেন। রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচিতে দেশের শীর্ষ ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ১০০ এর অধিক শিক্ষক অংশ নেন।
প্রশিক্ষণে GCSE ও A Level বিজ্ঞান বিষয়ে পাঠদানের কৌশল, মূল্যায়ন পদ্ধতি ও শ্রেণিকক্ষ কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন OxfordAQA-র আন্তর্জাতিক প্রশিক্ষক ও চীফ এক্সামিনার কেভনি ল্যাংকাস্টার।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন অক্সফোর্ডএকিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং অক্সফোর্ডএকিউএ’র চীফ এক্সামিনার কেভনি ল্যাংকাস্টার।
শাহীন রেজা বলেন, “অক্সফোর্ডএকিউএ’র জন্য বাংলাদশে একটি গুরুত্বপূর্ণ দেশ। আমরা শিক্ষকদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। “তিনি আরো বলনে “আগামীতে বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে OxfordAQA”।
অক্সফোর্ডএকিউএ সম্পর্কে
OxfordAQA হলো Oxford University Press (University of Oxford-এর একটি ডিপার্টমেন্ট) এবং AQA-এর অংশীদারিত্বে গঠিত একটি পরীক্ষাবোর্ড। AQA যুক্তরাজ্যের সবচেয়ে বড় GCSE ও A Level পরীক্ষার সংস্থা।
www.oxfordaqa.com
আজকালের খবর/ এমকে