সোমবার ২০ অক্টোবর ২০২৫
বিজয়নগরে অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি পিকআপ চম্পকনগর এলাকায় আসলে বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে পিকআপটি তল্লাশির জন্য থামায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও সহযোগী পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বলসহ পিকআপটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ১২,৬৩,২০,০০০/- (বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার) টাকা। 

জব্দকৃত মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‌‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান রোধসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার
পিআর নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর
৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
১০০ বিজ্ঞান বিষয়ক শিক্ষককে প্রশিক্ষণ দিল অক্সফোর্ডএকিউএ
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন
আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft