প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৩৪ পিএম

মরণফাঁদে পরিণত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার সদরের খানাখন্দ ও ভাঙ্গাচুড়া সড়ক পরিদর্শনে করেছেন সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভাঙ্গা ও খানাখন্দ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবীদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যায় ধরে ২৪ ফুট প্রসস্তে ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরব। ইতিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবীদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে।
তিনি আরো বলেন, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্ধে) ঠিকাদার পাওয়া গেছে। দেবীদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার দরপত্র আহ্বান করেননি। তাই আরো একবার টেন্ডার ড্রপিং এর সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।
এ সময় সাংবাদিকরা হাসনাত আবদুল্লাহর রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জবাবে সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের সময় দিতে হবে’ এবং তিনি তাৎক্ষনিক হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিষয়টি মোবাইল ফোনেও জানান।
এরপর আজ রবিবার দুপুরে মোবাইল ফোনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, যেহেতু সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, আমরা আজ রাতে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।
আজকালের খবর/ওআর