সোমবার ২০ অক্টোবর ২০২৫
সড়ক সংস্কারে সওজ প্রকৌশলীকে হাসনাত আবদুল্লাহ’র ‘কড়া বার্তা’
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৩৪ পিএম
মরণফাঁদে পরিণত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার সদরের খানাখন্দ ও ভাঙ্গাচুড়া সড়ক পরিদর্শনে করেছেন সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভাঙ্গা ও খানাখন্দ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবীদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যায় ধরে ২৪ ফুট প্রসস্তে ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরব। ইতিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবীদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে। 

তিনি আরো বলেন, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্ধে) ঠিকাদার পাওয়া গেছে। দেবীদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার দরপত্র আহ্বান করেননি। তাই আরো একবার টেন্ডার ড্রপিং এর সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি। 

এ সময় সাংবাদিকরা হাসনাত আবদুল্লাহর রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জবাবে সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের সময় দিতে হবে’ এবং তিনি তাৎক্ষনিক হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিষয়টি মোবাইল ফোনেও জানান। 

এরপর আজ রবিবার দুপুরে মোবাইল ফোনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, যেহেতু সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, আমরা আজ রাতে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনার দাম আরও বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার
পিআর নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর
৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
১০০ বিজ্ঞান বিষয়ক শিক্ষককে প্রশিক্ষণ দিল অক্সফোর্ডএকিউএ
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন
আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft