প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় মাদক সেবন করতে নিষেধ করায় এক রোহিঙ্গা জামাই নিজের শ্বশুর ও শাশুড়ীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৬১ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা যুবক মো. আয়াস (২০) মাদক (গাঁজা) সেবন করছিলেন। এ সময় তার শ্বশুর ইমরান হোসেন (৩৩) ও শাশুড়ী সেতারা বেগম (৩০) তাকে মাদক সেবন না করতে নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আয়াস ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে আশপাশের রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল থেকে জানায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে নিজ নিজ সেল্টারে অবস্থান করছেন।
৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজকালের খবর/ওআর