শনিবার ১৮ অক্টোবর ২০২৫
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম
নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সালমা জাহান।  তাঁর গাওয়া - ‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা’, ‘উত্তরে ভয়ংকর জঙ্গল’, ‘তুমি একবার এসে দেখে যাও ভালবাসারই মরণ’, ‘পৃথিবীকে ভালবেসে সুরে সুরে কাছে এসে’ সহ অগণিত গান এখনো সিনেমাপ্রেমী শ্রোতাদের মুখে মুখে ফেরে। ব্যক্তিজীবনে নিভৃতচারী এই সঙ্গীতশিল্পী পরবর্তীতে নানা কারণে গানের ভূবনে অনিয়মিত হয়ে পড়েন। মৌলিক গানের জগৎ থেকে দীর্ঘদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন। তবে আশার কথা হচ্ছে সম্প্রতি একটি মৌলিক গানের মধ্য দিয়ে এই আড়াল ভাঙলেন সালমা জাহান।

জানা গেছে, একটি রোমান্টিক মেলোডি ঘরানার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। দ্বৈতকণ্ঠের এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস। গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলমের কথায়, গানটির সুর ও  সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। 

তিনি বলেন- ‘সালমা জাহান চলচ্চিত্রের গানের তুমুল জনপ্রিয় একজন পরীক্ষিত শিল্পী। তাকে দিয়ে দীর্ঘদিন পর একটি তাকে দিয়ে মৌলিক গান গাওয়াতে পেরে ভালো লাগছে। তার অংশগ্রহণ গানটিকে অন্যরকম মাত্রা যোগ করবে। যেহেতু গানটির দ্বৈতকণ্ঠের, তার সঙ্গে মোমিন বিশ্বাসও কণ্ঠ মিলিয়েছেন। দুই শিল্পীর গায়কীতে মনে হয়েছে যেন নব্বই দশকটাই ফিরিয়ে এনেছেন তারা। আশা করি গানটি সবার ভালো লাগবে। একই উচ্ছ্বাস এবং আশাবাদ প্রকাশ করেন শিল্পী মোমিন বিশ্বাসও।

এদিকে, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অনিয়মতি হয়ে পড়া এবং দীর্ঘ বিরতির পর মৌলিক গানে ফেরা প্রসঙ্গে সালমা জাহান বলেন, “নব্বইয়ের দশকে আমি প্লেব্যাক শিল্পী হিসেবে সক্রিয় ছিলাম; সেই সময়ের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সংগীতজগতে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ে, যার বিষয়ে আমি দীর্ঘদিন অবগত ছিলাম না। অনেকে ভেবেছিলেন আমি আর সংগীতে সক্রিয় নই, বিদেশে পাড়ি জমিয়েছি, কিংবা পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে সংগীত থেকে দূরে সরে গেছি, আসলে তা নয়। এই পুরো সময়জুড়ে আমি বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছি। নব্বইয়ের দশকের পর চলচ্চিত্র সংগীতের ধারা ও পরিবেশে কিছু পরিবর্তন আসে, যে রূপান্তর সংগীতের প্রেক্ষাপটে প্রভাব ফেলেছিল। সেই সময় হয়তো চলচ্চিত্রে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি, তবে সংগীতচর্চা কখনোই থেমে থাকেনি। আজ বহু বছর পর শ্রোতাদের অবিরাম ভালোবাসা, পরিবার এবং সহশিল্পী ও সংগীতসঙ্গীদের অনুপ্রেরণায় আমি নতুন উদ্যোমে ফিরে এসেছি। আমার এই প্রত্যাবর্তন মূলত শ্রোতাদের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতিফলন। আমি নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছি এবং ভবিষ্যতে আরও মৌলিক গান উপহার দেওয়ার প্রতিশ্রুতি রাখছি আমার প্রিয় শ্রোতাদের জন্য।”

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যু নিয়ে মুখ খুললেন রশিদ খান
সাত দিন ধরে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, কালো পতাকা মিছিল আজ
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪০
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি
খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন ডা. জাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft