প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:২৮ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সদস্য, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল মারা গেছেন।
শুক্রবার দুপুরে তার কন্যার একটি ফেসবুক পোস্টেও বরাত দিয়ে বাচসাস সদস্য মুজতবা সউদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পোস্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি মারা যান। পরে বাদ জুম্মা ধানমন্ডির একটি মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন ফারুখ ফয়সল।
উনি তথ্য ও মত প্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন এবং মানবাধিকার কর্মসূচি পরিচালনা, পাশাপাশি সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মত প্রকাশের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ফারুখ চিত্রালী ও অবজারভারের মতো পত্রিকায় কাজ করেন।
ফারুখ ফয়সল ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ফারুখ ফয়সল শহীদ বুদ্ধিজীবী দেওয়ান মহসিন আলীর সন্তান।
আজকালের খবর/আতে