প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম

সম্প্রতি প্রকাশ পেয়েছে রকেট বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে নতুন গান ‘মনদিয়া কেউ ভালোবাসে না’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রিংকু ও পূর্ণ মিলন। রকিব আলীর কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন পূর্ণ মিলন। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন মো. সোহেল খান।
গান প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী, মিউজিক ডিরেক্টর এ এইচ তূর্য, রিয়েল আশিক, সালাউদ্দিন বিশ্বাসসহ আরও অনেকে। উপস্থিত অতিথিরা গানটির কথা,সুর ও আবেগের প্রশংসা করে বলেন, রিংকু ও পূর্ণ মিলন শ্রোতাদের সামনে আবারও বাংলা গানের প্রতি ভালোবাসা জাগাতে সক্ষম হয়েছেন।
সঙ্গীতশিল্পী পূর্ণ মিলন বলেন, রিংকু ভাইয়ের এখন একটা কঠিন সময় যাচ্ছে। গীতিকার রকিব ভাই যেভাবে উনাকে নিয়ে চিন্তা করেছেন, সেটা সত্যিই উদাহরণযোগ্য। রিংকু ভাইকে নতুনভাবে উপস্থাপন করার এই প্রচেষ্টা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন,যদি আরও কয়েকজন রকিব ভাইয়ের মতো রিংকু ভাইয়ের পাশে দাঁড়াতেন, তাহলে তিনি গানের ভুবনে আরও শক্তভাবে ফিরতে পারতেন।
সুরকার প্লাবন কোরেশী বলেন,সঙ্গীত নিজেই একধরনের থেরাপি। শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তাহলে এটি রিংকুর জন্য বড় অনুপ্রেরণা ও মানসিক শক্তি হয়ে কাজ করবে। এতে শুধু রিংকুর নয়, বাংলা গানের জগতেও একটি ইতিবাচক সংযোজন ঘটবে।
তিনি আরও যোগ করেন,আমি বিশ্বাস করি, এই অনুপ্রেরণা রিংকুকে আবার নতুন উদ্যমে সংগীতজগতে ফিরিয়ে আনবে।
আজকালের খবর/আতে