বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে শুভ-মন্দিরার ‘নীলচক্র’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর ছবি ‘নীলচক্র’। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠু খান পরিচালিত সিনেমাটি। তবে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি দেশে। এবার এ ছবির গন্তব্য উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। 

১৭ অক্টোবর দেশ দুটিতে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’, পরিবেশনায় বায়স্কোপ ফিল্মস। শুধু যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে মুক্তি পাচ্ছে এটি। এর বাইরে কানাডাতেও একাধিক শহরে মুক্তি পাবে। 

পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ মোট ২৪টি শহরে দেখা যাবে ছবিটি। এর আগে অর্ধশতাধিক বাংলা ছবি উত্তর আমেরিকায় মুক্তি দিয়েছে এ প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে বায়স্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা প্রথম লাস ভেগাসে ছবিটার প্রিভিউ করি। এবং এরপর থেকেই সিদ্ধান্ত নিই ছবিটি আমরা বিপণনের কাজ করবো। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করা মন্দিরা চক্রবর্তী আমার মতে নেক্সট সুপারস্টার। এই ছবিটির প্লটও ভিন্নধর্মী। দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’

অত্যাধুনিক প্রযুক্তি এবং এর ভেতর লুকিয়ে থাকা ফাঁদ নিয়ে ‘নীলচক্র’-এর গল্প। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। পরিচালনা করেছেন মিঠু খান। ছবিটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর।

ছবিটির ওভারসিজ রিলিজ প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘নিউইয়র্কসহ উত্তর আমেরিকার দর্শকেরা অনেকদিন ধরেই জানতে চাইছিল ছবিটি কবে মুক্তি দেয়া হবে। অবশেষে বায়স্কোপের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটার গল্প একই সাথে বিনোদন ও সোশ্যাল বার্তা দেবে।’

ছবিটির অফিশিয়াল প্রিমিয়ার নিউইয়র্ক-এর কিউ গার্ডেন সিনেমা হলে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না: সালাহউদ্দিন
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেপ্তার
সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬
নতুন সিনেমায় চঞ্চল, থাকছেন সাবিলা-রাজও!
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft