প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫২ এএম

পাকিস্তানের হামলায় তিন তরুণ ক্রিকেটারসহ মোট আটজন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই ঘটনার প্রতিবাদে তারা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজটি হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাকিস্তান আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ করেছে আফগান কর্তৃপক্ষ। এই হামলায় নিহত তিন ক্রিকেটারের পরিচয় ও ছবি প্রকাশ করেছে এসিবি। তারা হলেন—কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। এছাড়াও আরও পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে বোর্ড জানিয়েছে।
এসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার পর পাকতিকার রাজধানী শারানা থেকে উরগুনে ফিরছিলেন। তখনই তাদের লক্ষ্য করে ‘কাপুরুষোচিত হামলা’ চালানো হয়। এই ঘটনাকে আফগানিস্তানের ক্রীড়াজগতের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বোর্ড নিহতদের পরিবার ও পাকতিকার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ত্রিদেশীয় সিরিজ বর্জনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রশিদ খান লেখেন,‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটাররা, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা চালানো বর্বরোচিত ও অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।
‘দেশের মর্যাদা সবার আগে’- এই বার্তা দিয়ে রশিদ বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত চলছিল। বুধবার ৪৮ ঘণ্টার একটি সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পরেই রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
আজকালের খবর/বিএস