শনিবার ১৮ অক্টোবর ২০২৫
পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যু নিয়ে মুখ খুললেন রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫২ এএম
পাকিস্তানের হামলায় তিন তরুণ ক্রিকেটারসহ মোট আটজন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই ঘটনার প্রতিবাদে তারা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজটি হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাকিস্তান আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ করেছে আফগান কর্তৃপক্ষ। এই হামলায় নিহত তিন ক্রিকেটারের পরিচয় ও ছবি প্রকাশ করেছে এসিবি। তারা হলেন—কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। এছাড়াও আরও পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে বোর্ড জানিয়েছে।

এসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার পর পাকতিকার রাজধানী শারানা থেকে উরগুনে ফিরছিলেন। তখনই তাদের লক্ষ্য করে ‘কাপুরুষোচিত হামলা’ চালানো হয়। এই ঘটনাকে আফগানিস্তানের ক্রীড়াজগতের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বোর্ড নিহতদের পরিবার ও পাকতিকার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ত্রিদেশীয় সিরিজ বর্জনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রশিদ খান লেখেন,‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটাররা, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা চালানো বর্বরোচিত ও অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।

‘দেশের মর্যাদা সবার আগে’- এই বার্তা দিয়ে রশিদ বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত চলছিল। বুধবার ৪৮ ঘণ্টার একটি সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পরেই রাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রবিবার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে ২টায়
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট বন্ধ, লোডশেডিংয়ে ৮ জেলা
তিন ক্রিকেটার নিহত: পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান
চীনে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার
জুলাই যোদ্ধা নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft