শনিবার ১৮ অক্টোবর ২০২৫
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম
নীলফামারীর ডিমলায় ভাতিজি বউয়ের লোহার রডের আঘাতে চাচা শ্বশুরের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে ডিমলা থানায় ০৩/১৭৮ নং একটি হত্যা মামলার দায়ের করা হয়। ঘটনার পর হতে ঘটনায় জড়িত ও এজাহার নামীয় আসামিরা পালিয়ে  আত্মগোপনে করে । গত বুধবার মধ্যরাতে অভিযান  চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ জন এজাহারনামীয় পলাতক আসামী দম্পতিকে গ্রেফতার করেছে নীলফামারী র‍্যাব-১৩

র‌্যাব জানায়, নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে গত ২ অক্টোবর ৩ টার দিকে পূর্বের পারিবারিক কলহের বিরোধের জেরে চাচাতো জ্যাটাতো দুই জা, শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয় । ঘটনা দেখে চাচা শ্বশুর মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৭৫) মারামারি থামাতে গেলে ভাতিজি বউ মোছা, নিথি আক্তার (৩৫) রড দিয়ে চাচা শশুর আব্দুস সাত্তারের মাথায় আঘাত করলে আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় । এ ঘটনা দেখে প্রতিবেশী জাহিদুল,আরিফ ও আনারুল হক সহ এলাকাবাসী আব্দুস সাত্তার কে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আ,ছাত্তার ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মাজেদ ৭ জন নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মৃত্যুর দিনেই ডিমলা থানায় হত্যা মামলা নং ০৩/১৭৮ দায়ের করেন। মামলা দ্বায়েরের পর হতে ঘটনায় জড়িত ও এজাহার নামীয় আসামিরা পালিয়ে গিয়ে আত্মগোপন করে। 

গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাব-১৩ এবং কুমিল্লা র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কালীবাজার এলাকা থেক চাঞ্চল্যকর ঐ হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী মোসা, নিথি বেগম (৩৫) ও মো, সবুর আলী (৪০) দ্বয় দম্পতিকে গ্রেফতারের করেছে। গ্রেপ্তারের বিষয়টি সংবাদকে নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার, ও র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) রংপুর এর বিপ্লব কুমার গোস্বামী। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কক্সবাজার যুবলীগ নেতা মনাফ শিকদার ঢাকায় গ্রেপ্তার
পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যু নিয়ে মুখ খুললেন রশিদ খান
সাত দিন ধরে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, কালো পতাকা মিছিল আজ
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪০
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft