বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
বদলগাছীতে রফতানিযোগ্য আম উৎপাদনে ‘কৃষক প্রশিক্ষণ’
সিয়াম, বদলগাছী
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম
বদলগাছীতে ‘কৃষক প্রশিক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২০২৫-২০২৬) অর্থ বছরে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। প্রশিক্ষণে প্রশিক্ষকরা শেখান কিভাবে সঠিক নিয়মে আম উৎপাদন করতে হবে। পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনেও পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ‌‌‘বিভিন্ন পোকার আক্রমণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই আম চাষ করে লাভবান হওয়া সম্ভব। পোকাসহ বিভিন্ন ক্ষতিকর জীব- যেমন ফলের মাছি থেকে আম রক্ষা করতে আমরা ম্যাজিক ট্রাপ, ম্যাংগো ফ্রুট ব্যাগ ব্যবহার করতে পারি। তাছাড়াও আমরা অনেক সময় লক্ষ করি আমের নিচে গোটা হয়ে শক্ত হয়ে থাকে, এর জন্য দায়ী ক্ষতিকর ধোঁয়া। ম্যাংগো ফ্রুট ব্যাগের মাধ্যমে আমের নিচে শক্ত গোটা হওয়া থেকে বাঁচাতে পারি। একবার এই ব্যাগটি কিনলে প্রায় ২ বছর ব্যবহার করতে পারবেন।’

প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরিশেষে ভাতা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণটির সমাপ্তি ঘটে।
 
আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না: সালাহউদ্দিন
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেপ্তার
সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬
নতুন সিনেমায় চঞ্চল, থাকছেন সাবিলা-রাজও!
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft