প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:২৩ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে বুধবার সাড়ে ১১টার দিকে শ্রীশ্রী শ্যামা পূঁজা- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি মিহির গোস্বামী, উপজেলা জামাতের আমীর কাজী মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, ইসলামী আন্দোলনের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, পূজা কমিটির পক্ষে অমল সরকার, নিবারণ সাহা রায় (নান্টু), বিপ্লব রায়, অখিল সরকার, বিকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর মোহনগঞ্জ উপজেলায় মোট ২৯টি মন্দিরে শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান।
তিনি আরো জানান, ছিনতাই, যানজট ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। প্রশাসনিক ও সকল পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/বিএস