বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
লাইট হাউজের উদ্দ্যোগে চিলমারীতে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে অ্যাডভোকেসি সভা
চিলমারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল ১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এছাড়া লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, চিলমারী মডেল থানার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, বিভিন্ন সাংবাদিক সহ প্রমুখ।
 
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক তিনি তার বক্তব্যে বলেন, লাইট হাউজের প্রত্যেকটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকটি প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি লাইট হাউজকে ধন্যবাদ জানাই যে ওয়েবসাইট রিপোর্ট নাউ বিডিডটকম তৈরি করেছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। যার মাধ্যমে কুড়িগ্রামের পাচঁ উপজেলার বিভিন্ন দুর্যোগের তথ্য অতি সহজেই আমরা পাব এবং আমরা তাদের অতি দ্রুত সেবার আওতায় নিয়ে আসতে পারব। আমি উপস্থিত সকলকেই বলবো সবাই নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং লাইট হাউজকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য আছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, লাইট হাউজের তিন/চারটি প্রোগ্রামে ছিলাম লাইট হাউজ কর্তৃপক্ষ যেভাবে কাজ করছে তাতে করে উপজেলার মানুষ সচেতন হতে পারবে।

লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী তাসনিম বলেন, আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি। লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে। আমি এখন এলাকার নারী ও কিশোরীদের  দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে আমার দাবি, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেয়ার।
 
অনুষ্ঠানে লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা এবং রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এর গুরুত্ব কি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন প্রদান করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

এ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার সরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও কিশোরী, লাইট হাউজ এর উপজেলা কোঅর্ডিনেটর মোঃ রিপকন আলী, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত প্রমূখ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না: সালাহউদ্দিন
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেপ্তার
সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬
নতুন সিনেমায় চঞ্চল, থাকছেন সাবিলা-রাজও!
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft