প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে গোলাগুলির প্রচণ্ড শব্দ ভেসে আসছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সীমান্তে সতর্কতার সঙ্গে নজরদারি অব্যাহত রেখেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও একই পরিস্থিতি দেখা গেছে। ভীতিতে অনেকেই নিজ বাড়িতে নিরাপদ অবস্থান নিয়েছেন, কেউ কেউ রাতভর উদ্বেগে কাটাচ্ছেন।
আজকালের খবর/বিএস