সোমবার ১৩ অক্টোবর ২০২৫
লক্ষ্য ১০ লাখের বেশি শিশু
গাজীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম
গাজীপুর জেলার পাঁচ উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের আংশিক এলাকায় আজ শনিবার থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির আওতায় ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৮৫৯ শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মোট ২,৪২৫টি টিকাকেন্দ্রে ৪,০৫০ জন স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। স্কুল, মাদরাসা, ইপিআই কেন্দ্র ও স্থায়ী টিকাকেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, প্রতিটি উপজেলার শীতল শৃঙ্খল ব্যবস্থা, ভ্যাকসিন ক্যারিয়ার ও সেফটি বক্স প্রস্তুত রয়েছে। প্রশিক্ষিত টিকাদান টিম মাঠে কাজ করছে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।

টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। শিল্পনগরী হিসেবে গাজীপুরে রোগটির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই টিকাদান কর্মসূচি সফল হলে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

‘প্রতিটি শিশুই পাবে টাইফয়েডের টিকা, নিরাপদ শিশুই সুস্থ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সহায়তায় সচেতনতামূলক প্রচারণা চলছে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, প্রতিদিন মাঠ পর্যায়ে মনিটরিং হবে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অগ্রগতি প্রতিবেদন দেবেন।

গাজীপুরের এই টিকাদান ক্যাম্পেইনকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুস্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুতাসেম বিল্লাহ, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন প্রমুখ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছেন জাকির নায়েক
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল
চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft