প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম

‘আমি কন্যা শিশু সপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, গিতা পাঠ করেন সুস্মিতা রানি ঘোষ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
তিনি তার বক্তব্যে বলেন, একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো। তিনি আরো বলেন, কন্যা শিশুকে আলাদা ভাবা যাবে না। আমরা নারী-পুরুষ সবাই সমানভাবে সকল কাজে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ইনচার্জ আব্দুল হাই, জেলা মহিলা দলের জয়েন সেক্রেটারি শায়লা আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কন্যা শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যা শিশুকে সঠিকভাবে লালন-পালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।
আজকালের খবর/ওআর