বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
ডিমলায় ভাতিজি বউয়ের রডের আঘাতে চাচা শশুরের মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
নীলফামারীর ডিমলায় ভাতিজি বউয়ের লোহার রডের আঘাতে চাচা শ্বশুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে। 

জানা গেছে, নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে গত ২ অক্টোবর পারিবারিক কলহের বিরোধের জেরে চাচাতো জ্যাঠাতো দুই জা, শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে মারামারি শুরু হয়। ঘটনা দেখে চাচা শ্বশুর রহিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫) মারামারি থামাতে গেলে ভাতিজি বউ মোছা. বিথি আক্তার (৩৫) রড দিয়ে চাচা শশুর আব্দুস সাত্তারের মাথায় আঘাত করলে আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ ঘটনা দেখে প্রতিবেশী জাহিদুল, আরিফ ও আনারুল হকসহ এলাকাবাসী আব্দুস সাত্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ও সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মাজেদ ৭ জন নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আতোয়ার হোসেন জানান, মালার কাগজপত্র হাতে পাওয়ার পর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য সোর্স নিয়োগ করেছি। ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবো।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী হত্যা মামলা দ্বায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ডিমলা-ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
কোনো মিডিয়া বন্ধ হবে না, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
স্বর্ণের দামে বড় লাফ, দেশের বাজারে ইতিহাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৩ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?
দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
সোনাতলায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
গৌরনদীতে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের, গ্রেপ্তার এক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft