বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:০১ পিএম
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ভারতের সচিবের বক্তব্য অপ্রত্যাশিত। 

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এর আগে, ভারতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে দ্রুতই সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে দিল্লি। 

ব্রিফিংয়ে বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ছবি সরানোর বিষয়ে রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে দেরিতে। ছবি টানানোর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। 

জা‌তিসং‌ঘের সভাপ‌তি প‌দের প্রার্থিতা বাংলাদেশ বা‌তি‌ল করেনি বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি পদের নির্বাচন ২০২৬ এর জুন মাসে হবে। এতে ফিলিস্তিন ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে না। এ বিষয়ে ফিলিস্তিন এত আগ্রহ প্রকাশ করেনি। 

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তৌহিদ হোসেন বলেন, তুরস্কের সঙ্গে সামরিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা সামরিকভাবে শক্তিশালী দেশ, তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এমন কোনো চুক্তি হলে বাংলাদেশ লাভবান হবে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
কোনো মিডিয়া বন্ধ হবে না, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
স্বর্ণের দামে বড় লাফ, দেশের বাজারে ইতিহাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৩ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?
দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
সোনাতলায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
গৌরনদীতে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের, গ্রেপ্তার এক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft