প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার গাড়িবহর যানজটে আটকে পড়লে মোটরসাইকেলে করে বেহাল সড়ক পরিদর্শন করেছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে নামেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে যানজটের কবলে পড়ে তার গাড়িবহর। অগ্যতা, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে বেহাল সড়ক পরিদর্শনের জন্য বিশ্বরোডের দিকে রওনা হন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে যাওয়ার কথা ছিল তার।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সোয়া ১০টায় দিকে উপদেষ্টার গাড়িবহর আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদুর এগুনোর পরই উপদেষ্টার গাড়িবহরসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টা মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন।
এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন। সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হলে পথে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় ২ ঘণ্টা যানজটে আটকে ছিলেন। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। পরে বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন। বেলা ১টার দিকে সরাইল বিশ্বরোডে পৌঁছান তিনি।
উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সরাইল বিশ্বরোড মোড়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন ও হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম উপদেষ্টার জন্য অপেক্ষা করছিলেন।
সওজের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে কার্যকর উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকালের খবর/ওআর