প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। এরপর জিয়ার সমাধিস্থলে পৌঁছে সেখানে দোয়া করেন খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জিয়ারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সমাধিস্থলে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।
আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে সমাধিস্থলে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।
জানা গেছে, ২০১৮ সালের কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।
আজকালের খবর/বিএস