প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগন, বিশেষজ্ঞ কনসালটেন্টবৃন্দ, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্যসচেতন নাগরিকেরা। “Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণকারীরা হৃদযন্ত্র সুস্থ রাখতে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আজ মঙ্গলবার অনুষ্ঠানের সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের সম্মানিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাফেজ মুজিবুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল এবং পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আইমন জাহাঙ্গীর সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
বক্তব্যে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, “হৃদরোগ এখন কেবল উন্নত দেশেই নয়, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সুস্থ জীবনযাপন, সময়মতো রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।”
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালে কার্ডিয়াক সেবা গ্রহণকারী রোগীবৃন্দ, যারা পার্কভিউ ক্যাথল্যাবে প্রাপ্ত সেবার ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুল আলম চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল আলম ও ডা. শওকত আকবর, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান এবং পার্কভিউ হসপিটালের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকগন।
বক্তারা হৃদরোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান ও মাদক পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রমের মতো অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের আধুনিক কার্ডিয়াক কেয়ার সেবার কথাও তুলে ধরা হয়। জানানো হয়, হাসপাতালের অত্যাধুনিক ক্যাথল্যাব, সিসিইউ (CCU) এবং ২৪ ঘণ্টা কার্ডিয়াক এমার্জেন্সি সাপোর্ট রোগীদের জন্য সর্বদা উন্মুক্ত রয়েছে।
আজকালের খবর/ওআর