বুধবার ১ অক্টোবর ২০২৫
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালের বর্ণাঢ্য আয়োজন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম
বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগন, বিশেষজ্ঞ কনসালটেন্টবৃন্দ, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্যসচেতন নাগরিকেরা। “Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণকারীরা হৃদযন্ত্র সুস্থ রাখতে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার অনুষ্ঠানের সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের সম্মানিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাফেজ মুজিবুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল এবং পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আইমন জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন এবং সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। 

বক্তব্যে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, “হৃদরোগ এখন কেবল উন্নত দেশেই নয়, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সুস্থ জীবনযাপন, সময়মতো রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।”

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালে কার্ডিয়াক সেবা গ্রহণকারী রোগীবৃন্দ, যারা পার্কভিউ ক্যাথল্যাবে প্রাপ্ত সেবার ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুল আলম চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল আলম ও ডা. শওকত আকবর, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান এবং পার্কভিউ হসপিটালের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকগন।

বক্তারা হৃদরোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান ও মাদক পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রমের মতো অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের আধুনিক কার্ডিয়াক কেয়ার সেবার কথাও তুলে ধরা হয়। জানানো হয়, হাসপাতালের অত্যাধুনিক ক্যাথল্যাব, সিসিইউ (CCU) এবং ২৪ ঘণ্টা কার্ডিয়াক এমার্জেন্সি সাপোর্ট রোগীদের জন্য সর্বদা উন্মুক্ত রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মানাম আহমেদের সুরে সাঈদা শম্পার গান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft