বুধবার ১ অক্টোবর ২০২৫
প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তি শিক্ষা অপরিহার্য: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম
তথ্যপ্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ভবিষ্যতে কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)-তে অনুষ্ঠিত “Improving NU’s CSE Curricula, Equipping Students with Emerging Skills and Leveraging Digital Platforms to Current Students with SSPs” শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্প।

উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দুর্বলতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ ঘাটতি পূরণে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সিএসই শিক্ষাক্রম হালনাগাদ করা, আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং এসএসপি’র সাথে যুক্ত করার কাজ চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ শিক্ষাবিদ ও আইসিটি খাতের প্রতিনিধিরা কর্মশালায় বক্তব্য রাখেন। এতে অংশ নেন রাজধানী ও বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কলেজ প্রতিনিধিরা।

উপাচার্য শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রদানে সহযোগিতার জন্য আইসিটি শিল্পখাতকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মানাম আহমেদের সুরে সাঈদা শম্পার গান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft