প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম

তথ্যপ্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ভবিষ্যতে কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)-তে অনুষ্ঠিত “Improving NU’s CSE Curricula, Equipping Students with Emerging Skills and Leveraging Digital Platforms to Current Students with SSPs” শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্প।
উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দুর্বলতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ ঘাটতি পূরণে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সিএসই শিক্ষাক্রম হালনাগাদ করা, আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং এসএসপি’র সাথে যুক্ত করার কাজ চলছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ শিক্ষাবিদ ও আইসিটি খাতের প্রতিনিধিরা কর্মশালায় বক্তব্য রাখেন। এতে অংশ নেন রাজধানী ও বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কলেজ প্রতিনিধিরা।
উপাচার্য শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রদানে সহযোগিতার জন্য আইসিটি শিল্পখাতকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজকালের খবর/ওআর