প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে গেলেন অসহায় সোনাবান বেগম।এর আগে স্বামীর বাড়ি সিতাইকুন্ড গ্রামের ফকির বাড়ি জামে মসজিদের পস্চিম পাশে একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করতেন স্বামী সন্তান বিহিন প্রায় ৮০ বছর বয়সী সোনাবান বেগম।সোনাবান বেগম উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের মৃত কাদের কাজীর দ্বিতীয় স্ত্রী।স্বামী মারা যাওয়ার পর প্রথম সংসারের ছেলে মেয়েদের অবহেলার কারণে তার ঠাই হয় পুরানো একটি ঝুপড়ি ঘরে।
সেখানে তিনি রোদ বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করতে থাকেন।এমন খবর উপজেলা প্রশাসনের কাছে পৌছালে তারা মানবতার হাত বাড়িয়ে দেন এবং তার জন্য নতুন একটি মেঝ পাকাঁ টিনসেট ঘর নির্মান করে দেন।ঘরের কাজ সম্পন্ন হওয়ার পর(৩০ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ তার বাড়িতে গিয়ে ঝুপড়ি ঘর থেকে তাকে নতুন ঘরে তুলে দেন এবং বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী হাতে দিয়ে ঘরের চাবি বুঝিয়ে দেন।
এসময় উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল উপস্থিত ছিলেন।অসহায় সোনাবান বেগমকে ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে তুলে দেওয়া সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন সোনাবান বেগমের অসহায়ত্বের কথা শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মানবিক সহায়তার জন্য এগিয়ে এসে সরকারের পক্ষ থেকে তার জন্য সিতাইকুন্ড গ্রামে তার স্বামীর বাড়িতে মেঝ পাকাঁ একটি টিনসেট ঘর নির্মান করে দেই এবং ঘরের কাজ শেষে আজ তাকে নতুন ঘরে তুলে দেওয়া হয়েছে।এসময় ঘর পেয়ে সোনাবান বেগম উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
আজকালের খবর/ এমকে