১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল অপেক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে এরই মধ্যে বড় ধরণের প্রশাসনিক পদের রদবদল ঘটেছে বিশ্ববিদ্যালয়টিতে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে এবার নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী কে। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।
রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়টিতে প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তিনি ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার নতুন কার্যভার গ্রহণ করবেন বলেও অফিস আদেশে জানানো হয়। একই সঙ্গে এই নিয়োগে তাকে প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাসহ অন্যান্য অসঙ্গতিমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও গত ৩০ ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুর্বৃত্তদের নির্মম হামলার ঘটনার পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির প্রক্টরের ব্যর্থতার দায় দিয়ে নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে একাধিকবার আন্দোলন করেছে।
এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর ৫২ ঘণ্টা আমরণ অনশন কর্মসূচিও পালন করে বিশ্ববিদ্যালয়টির ৯ শিক্ষার্থী, যাদের অন্যতম দাবি ছিল শিক্ষার্থী আহতের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে প্রক্টরিয়াল বডিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
আজকালের খবর/ এমকে