বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাফল্যের এক বছর: বাউবি উপাচার্যকে কর্মকর্তা কর্মচারীদের অভিনন্দন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে কর্মকর্তারা উপাচার্যের গত এক বছরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান, যুগ্ম-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইকসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

তারা বলেন, উপাচার্যের নেতৃত্বে গত এক বছরে বাউবিতে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো দেশের গণমানুষের শিক্ষার অন্যতম ভরসাস্থল। এ প্রতিষ্ঠানকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, উপাচার্যের নেতৃত্বে বাউবি আগামী দিনে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপা নিষিদ্ধের দাবি ‘অগণতান্ত্রিক’: আনিসুল
খেলাপি ঋণ ১০ বছরের জন্য পুনঃতপশিলের সুযোগ
কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু
সোনার ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার, বেড়েছে রুপার দামও
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বরফ গলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি
রংপুরে যাত্রীবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
কাতারে আর হামলা করবে না ইসরায়েল : ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft