প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে কর্মকর্তারা উপাচার্যের গত এক বছরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান, যুগ্ম-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইকসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
তারা বলেন, উপাচার্যের নেতৃত্বে গত এক বছরে বাউবিতে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো দেশের গণমানুষের শিক্ষার অন্যতম ভরসাস্থল। এ প্রতিষ্ঠানকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, উপাচার্যের নেতৃত্বে বাউবি আগামী দিনে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে।
আজকালের খবর/বিএস