মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
ময়ূরীর জীবনের ‘শ্রেষ্ঠ চলচ্চিত্রটি’ মুক্তি পায়নি যে কারণে
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম
চিত্রনায়িকা ময়ূরীর অভিনয় জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্রটির নেগেটিভ আগুনে পুড়ে যাওয়ায় সেটি আর আলোর মুখ দেখেনি। এই ছবিটির নাম হয়ে ‘গেছি শর্টকাটে বড়লোক।’ ছবির পরিচালক ছিলেন নার্গিস আক্তার। শুধু নেগেটিভ আগুনে পুড়ে যাওয়াই নয়, এই ছবির আলোর মুখ না দেখার আরেকটি কারণ হলো প্রযোজক মারা যাওয়া।

সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলেছেন নার্গিস আকতার। তিনি বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষার একটি অসমাপ্ত বিনোদনমূলক বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করেছিলাম ময়ূরীকে নিয়ে। চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন স্বনামধন্য প্রযোজক কে এম আর মনজুর। আফসোস এই যে তিনি শুটিং শেষ হওয়ার আগেই না ফেরার চদেশে চলে যান।
 
এমনিতেই প্রযোজক নারা যাওয়াও ছবির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে, ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা করার আগেই জানা যায় এর নেগেটিভ আগুনে পুড়ে গেছে। এ বিষয়ে নার্গিস আক্তার বলেন, ‘বারি স্টুডিওতে আগুন লেগে মূল নেগেটিভ পুড়ে গিয়েছিল বলে প্রযোজক সূত্র থেকে জানানো হয়।’

এই ছবির কিছু কপি নেগেটিভ ডাবিংয়ের জন্য রাখা হয়, ১৮ বছর পর সসেই নেগেটিভ ট্রান্সফার করে ইউটিউবে প্রকাশ করেছেন পরিচালক।

তবে এর কোয়ালিটি একেবারে নিম্ন মানের। তার পরও ময়ূরী ভক্তদের জন্য তিনি ইউটিউবে আপলোড করেছেন বলে জানান।
 
এদিকে এই ছবিটিই ময়ূরীর জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে নায়িকা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ মুভি ছিল, ধন্যবাদ নার্গিস আপুকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য।’

চিত্রনায়িকা ময়ূরী অভিনয় জীবন ছেড়েছেন। এখন তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে সচল থাকবে শুল্ক স্টেশন
১ থেকে ১২ অক্টোবর নতুন কর্মসূচি দিল জামায়াত
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় মানুষের ঢল
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft