মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
শান্তিনগরে ‘মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম
গ্রাহকদের কাছ থেকে ব‌্যাপক সাড়া পাওয়ার পর মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির অবস্থান ঢাকার শা‌ন্তিগ‌রের ১৬৯/১ কনকর্ড গ্র্যান্ডে অবস্থিত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোর‌টি চালু করা হয়।

স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ওয়্যারহাউস ম্যানেজার মো. উমার ফারুক হোসেন, এরিয়া ম্যানেজার মো. হারিস বিন জামালউদ্দিন, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচ আর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন ও মার্কেটিং ম্যানেজার রাহাত নবি। এ সময় তারা ফিতা কেটে মি. ডি আই ওয়াই-এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরো ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জানানো হয়, মি. ডি আই ওয়াই ‘গুণগত মান, সাশ্রয়ী দাম ও নানা বৈচিত্র্যের সমাহার, এক ছাদের নিচে আপনার সব চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা। মি. ডি আই ওয়াই তাদের ‘অলওয়েজ লো প্রাইজ’ নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।’

শান্তিনগরে চালু হ‌ওয়া নতুন স্টো‌রে ১০ হাজারের বেশি পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত—গৃহস্থালী পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস। প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! ক্রেতারা ১ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় পাচ্ছেন মি. ডি আই ওয়াই এর ফ্রি ছাতা। এছাড়া উদ্বোধনের আনন্দ আরো বাড়িয়ে তুলতে মি. ডি আই ওয়াই টপ টেন ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো
দাওয়াত না দেওয়ায় মাদরাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখছে দেশবন্ধু গ্রুপ
২০ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের চমক দেখালো ডিএমআরসি
মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস শুরু
চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ, আজ থেকে কার্যকর
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
দেবীদ্বারে ৫ শ’ পিস ইয়াবা ও গাজাঁসহ মাদক কারবারী আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft